কুমিল্লার চান্দিনা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল এক মেধাবী ছাত্রী সুমি আক্তার।
অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজন করায় কনের পিতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবের মো.সোয়াইব।
শুক্রবার (১৭ মে) দুপুরে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামে ওই ঘটনা ঘটে। মাদ্রাসার ছাত্রী সুমি আক্তার ওই গ্রামের আব্দুল কাদের এর মেয়ে। সে স্থানীয় নাওতলা ইসলামিয়া আলীম মাদ্রাসার দশম শ্রেণী ছাত্রী।
জানা যায়, নাওতলা গ্রামে মাদ্রাসার ছাত্রী সুমি আক্তারকে বিবাহ দেওয়ার জন্য আয়োজন করে তার পরিবার । খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবের মো. সোয়াইব।
এ সময় কনের পিতা ও মেয়েকে বাল্য বিবাহ দিবেনা এ মর্মে মুচলেকা দেন এবং বিবাহের আয়োজন করায় ৩০ হাজার টাকা জরিমানা দেন।
নাওতলা ইসলামিয়া আলীম মাদ্রাসার সুপার সাইদুর রহমান জানান, সুমি আক্তার অত্যন্ত মেধাবী ছাত্রী। অভিভাবকদের অজ্ঞতায় মেয়েটির বাল্য বিবাহের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল এই মেধাবী মাদ্রাসা ছাত্রী ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব বিষয়টি নিশ্চিত করে বলেন, বিবাহ বিবাহ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।