বুধবার (৯ অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা পরিষদের বিআরডিবি সেমিনার কক্ষে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন কুমিল্লা জেলা মৎস্য কর্মর্কতা মো. বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মৎস্য কর্মকর্তা অশোক কুমার দাস, চান্দিনা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, কুমিল্লা(চান্দিনা) জেলার সিনিয়র ডিসস্টিক ম্যানেজার মো. কাউছারুল ইসলাম।
আয়োজিত সভায় স্বাগত বক্তব্য সিনিয়র ডিসস্টিক ম্যানেজার মো. কাউছারুল ইসলাম বলেন- আশা কর্তৃক মৎস্য চাষীদের জন্য এ প্রশিক্ষণ ও সহযোগিতার ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- চান্দিনা আশা ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মো. আওলাদ হোসেন, আশার (এগ্রিকালচার) টেকনিক্যাল অফিসার মো. মনজুরুল ইসলাম।
উক্ত প্রশিক্ষণে চান্দিনা উপজেলা সহ কুমিল্লা জেলার বিভিন্ন ব্রাঞ্চের ৩০ জন মৎস্য চাষী অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ কর্মশালায় পুকুর প্রস্তুতি, পোনা মজুদ, রোগ প্রতিরোধ সহ উত্তম মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।