বিএনপি জামায়াত সন্ত্রাস জঙ্গিবাদ, নৈরাজ্য দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৩০ জুলাই) দুপুরে চান্দিনা পালকি সিনেমা হলের মাঠে, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মো. মজিবুর রহমান, উপজেলার কৃষকলীগের সভাপতি মো. মনির খন্দকার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন।
সভায় বক্তব্য রাখেন সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছাদেকুর রহমান, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ সেলিম প্রদান, এতবার পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ, বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবীব, দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনওয়ার আবদুল আউয়াল খাঁন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ – সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুর রহমান সায়েম, আমির খান, বাহার উদ্দিন সোহাগ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।