কুমিল্লার দাউদকান্দিতে গ্রাম্য শালিসের ঘটনাকে কেন্দ্র করে হাবিব ফকির(৪৪) নামের একজনকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দাউদকান্দি পৌরসভার নাগেরকান্দি গ্রামে। হাবিব ফকির পৌরসভার ৯ নং ওয়ার্ডের নাগেরকান্দি গ্রামের আব্দুল আউয়াল ফকিরের ছেলে।
নিহতের স্বজন ও প্রতিবেশী ইউনুস ফকির জানান,বুধবার(১৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে নয়ন নামের একটি ছেলে এক নারীর গোসলের ভিডিও ধারন করার কারণে স্থানীয়দের নিয়ে একটি সালিশ বৈঠক বসে। সালিশের এক পর্যায়ে হাবিব ফকিরের সঙ্গে স্থানীয় কিছু যুবক ও লোকজনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে, এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন হাবিবের ওপর হামলে পড়ে।
পরে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্বজনরা সঙ্গে সঙ্গে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিব ফকিরকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাম্মেল হকসহ মডেল থানার একটি টিম।
ওসি মোজাম্মেল হক জানান,আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি, লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ভিকটিম মামলা দায়ের করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।