অতিবৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। এতে জেলার কুমিল্লা-মিরপুর সড়কের বুড়িচংয়ের অনেকখানি সড়ক পানির নিচে তলিয়ে গেছে। যার ফলে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বৃহস্পতিবার (২২ আগস্ট ) রাত পৌনে ১২টার দিকে জেলার বুড়িচংয়ের বুড়বুড়িয়া এলাকার গোমতী প্রতিরক্ষা বাঁধে এ ভাঙ্গনের ঘটনা ঘটে।
শুক্রবার ( ২৩ আগস্ট ) সকালে সরেজমিনে দেখা গেছে, গতকাল রাতে জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে হু হু করে পানি ঢুকছে। এতে বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকার বাড়িঘর, ফসলি জমি ও সড়ক তলিয়ে গেছে। এতে কুমিল্লা-মিরপুর সড়কের বিভিন্ন স্থানেও ৩/৪ ফুট উচ্চতায় পানি জমে গেছে। যার ফলে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে এই সড়কে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পায়ে হেঁটে এ সড়কের যাত্রীদের যাতায়াত করতে দেখা গেছে। অন্যদিকে বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চরম আতঙ্কের মধ্যে সময় পার করছেন স্থানীয়রা।
জলাবদ্ধ সড়ক দিয়ে হেঁটে চলা মাসুম মিয়া নামের একজন বলেন, আমি জরুরি প্রয়োজনে ঢাকায় যাবো। ব্রাহ্মণপাড়া এসে শুনি গাড়ি চলে না। সড়কে নাকি বন্যার পানি উঠে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাই আমি হেঁটে হেঁটে কুমিল্লা রওনা হয়েছি।
কুমিল্লা থেকে হেঁটে আসা শামীম আহমেদ নামের আরেকজন বলেন, কুমিল্লা-মিরপুর সড়কের বুড়িচং অংশের বিভিন্ন জায়গা পানির নিচে তলিয়ে গেছে। সকাল থেকেই এই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে ব্রাহ্মণপাড়া যেতে হচ্ছে, তাই কুমিল্লা থেকে হেঁটে এ পর্যন্ত এসে পৌঁছেছি। ব্রাহ্মণপাড়া পৌঁছাতে আরও অনেক সময় লাগবে।
স্থানীয় বাসিন্দা এমরান হোসেন বলেন, সারারাত চোখে ঘুম নেই। বাঁধ ভাঙার পর থেকে ঘরের আসবাবপত্র, গবাদিপশু ও পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে নিতে এখনো কাজ করছি। বিগত ২০ বছর এরকম পরিস্থিতি দেখিনি। সড়কে পানি ওঠার কারণে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। অনেক মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছেন।
ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক ঠিকাদার বলেন, গোমতী নদীর বাঁধ ভাঙার কারণে জেলার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে কুমিল্লা-মিরপুর সড়ক বিভিন্ন জায়গা পানির নিচে তলিয়ে গেছে। যার ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।