কুমিল্লা-৯ ( লাকসাম- মনোহরগঞ্জ) আসনে ৪ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম ৬ষ্ঠ বারের মতো মনোনয়ন পত্র দাখিল করলেন।
আজ সকালে মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামে পারিবারিক গোরস্থানে মা বাবার কবর জেয়ারত শেষে মনোহরগঞ্জ উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রাণী চাকমার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। দুপুর ১ টায় লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রির্টানিং অফিসার আবদুল হাই সিদ্দিকীর নিকট মূল মনোনয়ন পত্র দাখিল করেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান। প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, চট্টগ্রামস্থ লাকসাম মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল ইসলাম, ঢাকাস্থ লাকসাম মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অহিদ উল্লাহ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আবু তাহের, গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের প্রমুখ। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বক্তব্য রাখেন।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের এডভোকেট আবু তাহের, অহিদ উল্লাহ মজুমদার, গোলাম রাব্বানী মজুমদার, মাস্টার শাহাদাৎ হোসেন, প্রবীর সাহা, ডাঃ শচীন্দ্র কুমার দাস, শাহজাহান মিয়া, মোবারক হোসেন ভূঁইয়া, আবদুল আউয়াল মজুমদার, আবদুর রব মজুমদার, দূর্জয় সাহা, আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা সুলতানা মুন্নী, সাধারণ সম্পাদক পড়শী সাহা, পৌরসভা আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন সাকন, ফেরদৌস আলম লিটন, আনিসুর রহমান কাঞ্চন, তোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, ওমর ফারুক চেয়ারম্যান, শহীদুল ইসলাম শাহীন চেয়ারম্যান, আবদুর রশীদ সওদাগর চেয়ারম্যান, ইমাম হোসেন চেয়ারম্যান, নজরুল ইসলাম চেয়ারম্যান, আবদুল আউয়াল আবুল চেয়ারম্যান, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, খলিলুর রহমান কাউন্সিলর, এডভোকেট মাসুদ হাসান কাউন্সিলর,আব্দুল আজিজ কাউন্সিলর, মনসুর আহমেদ মুন্সি, আবু ছায়েদ বাচ্চু কাউন্সিলর,শাহজাহান মজুমদার কাউন্সিলর দেলোয়ার হোসেন কাউন্সিলর,গোলাম রাব্বানী কাউন্সিলর, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্র লীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ।