কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার হিসেবে একটানা ১২ বার নির্বাচিত হলেন অতিরিক্ত পুলিশ সুপার কুমিল্লা সদর সার্কেল কুমিল্লা মো: কামরান হোসেন।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এর কাছ থেকে সম্মাননা সম্মাননা স্মারক গ্রহণ করেন।এসময় জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার প্রশসন ও অর্থ
মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ক্রাইম এন্ড অপস্ খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি কাজী মোঃ মতিউল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোহাম্মদ নাজমুল হাসান প্রমূখ। এক প্রতিক্রিয়ায় পুলিশের সেরা সার্কেল অফিসার হিসেবে একটানা ১২ বার নির্বাচিত অতিরিক্ত পুলিশ সুপার কুমিল্লা সদর সার্কেল মো: কামরান হোসেন জানান, অবশ্যই বাল লাগছে। ভাল কাজের প্রতিদান স্বরুপ পুরস্কারে ভূষিত হলে কাজের প্রতি প্রেরণা জাগায়।