কুমিল্লা জেলা ও মহানগর রেজভীয়া দরবার শরীফের বনার্ঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত।
১২ই রবিউল আউয়াল মহানবী হযরত মোহাম্মদ (স) এর শুভ জন্মদিন উপলক্ষে এইজশনে জুলুস অনুষ্ঠিত হয়।
এসময় রেজভীয়া দরবার শরীফের পীর ছাহেব শাহ সুফি বদরুল আমিন রেজভী হুজুর ক্বেবলার নেতৃত্বে জাহাঙ্গীর আলম রেজভী , ডাঃ গোলাম মোস্তফা রেজভী, মাওলানা আনোয়ার হোসাইন রেজভী, মুহাম্মদ আব্দুর রহমান রেজভী, শাহজাদা হামিদুর রহমান রেজভী, তরিকত ফেডারেশনের মুখপাত্র মুহাম্মদ আলী ফারুকী রেজভীয়া দরবার শরীফের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, রেজভীয়া সংগঠন, প্রবাসী ঐক্য পরিষদ, রেজভীয়া সুন্নিয়া গাউছিয়া সংগঠন, কুতুবনগর রেজভীয়া সুন্নিয়া সংগঠন সহ বিভিন্ন স্তরের ওলামা মাশায়েশ, ভক্তবৃন্দের অংশগ্রহণে স্লোগানে স্লোগানে জশনে জুলুস মুখরিত হয়।