স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। লাকসামেও রাস্তাঘাট, স্কুল-কালভার্ট, মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন নতুন ভবনসহ ও অসংখ্য অবকাঠামো উন্নয়ন হয়েছে। উন্নয়নের স্বার্থে, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে লাকসাম উপজেলা পরিষদ ভবনসহ উপজেলা ও পৌরসভা এলাকার বিভিন্ন অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ নিজের টাকায় চলে। কারো কাছে হাত পাততে হয় না। এখন কাউকে না খেয়ে থাকতে হয় না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া, জেলা ম্যাজিস্ট্রেট শামসুল তাবরীজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা কামাল, সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, জেলা আনসার কমান্ডার শাহেদুল ইসলাম, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস প্রমুখ।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-সদস্য, কাউন্সিলর, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক, মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।