আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউএনও’র বিদায়বেলার আবেগঘন ফেসবুক পোস্ট ভাইরাল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জনপ্রিয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বদলী জনিত বিদায়ের প্রাক্কালে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন। সম্প্রতি তার বদলি হয়েছেন। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) তাঁর শেষ কর্মদিবস ছিল।
আজ (শুক্রবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে তিনি একটি আবেগঘন পোস্ট দেন যা মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ব্রাহ্মণপাড়া উপজেলায় গত দুই বছরের উন্নয়ন, আগ্রগতি, সমস্যা -সীমাবদ্ধতা ও স্মৃতি রোমন্থন করতে গিয়ে ইউএনও সোহেল রানা লিখেছেন, ‘প্রিয় ব্রাহ্মণপাড়াবাসী, আসসালামু ওয়ালাইকুম। আমি সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ব্রাহ্মণপাড়া। ব্রাহ্মণপাড়ায় আমি এসেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরের ২৯ তারিখে। ২ বছর ১০ দিন কর্মকাল শেষে আগামী রোববার (৮ অক্টোবর) অপরাহ্নে আমি ব্রাহ্মণপাড়া ছাড়ছি। সরকারি কর্মচারী হিসেবে প্রচণ্ড কর্মব্যস্ত, বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং দুটি বছর পার করেছি ব্রাহ্মণপাড়ায়। সরকার যে লক্ষ্য ও উদ্দেশ নিয়ে সরকারি কর্মচারী নিয়োগ করে সেই লক্ষ্য ও উদ্দেশ বাস্তবায়নে গত দুই বছরে উপজেলা প্রশাসন টিম সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে।
তিনি বলেন, ‘জনগণের জনপ্রশাসন প্রতিষ্ঠায় ও সব সরকারি দপ্তর যাতে মানুষকে অবাধে, নিরপেক্ষতার সঙ্গে প্রভাব ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় সহজে সেবা প্রদান করে, সরকারি সুবিধার উপকারভোগী বাছাই করে এবং সমাজে সুশাসন ও জনস্বার্থ বাস্তবায়ন করতে পারে সেটি বাস্তবায়নই ছিল উপজেলা প্রশাসন টিমের মূল লক্ষ্য।’
সরকার আইনশৃঙ্খলা রক্ষা, আইনের শাসন বাস্তবায়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। উপজেলা প্রশাসন বিগত দুই বছরে স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য নির্বাচন আয়োজনে, স্থানীয় বিরোধ মীমাংসায়, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ক্ষমতাহীন ও দুর্বলদের আইনের চোখে সমান অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। মাদক ব্যবসায়ীদের হাতে যাতে সমাজের দখল না চলে যায় সেটি প্রতিষ্ঠায় কাজ করেছে। কাজ করেছে দুর্বল, অত্যাচারিত ও প্রতারিতদের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠায়। ন্যায়বিচার একটি সমাজের মেরুদণ্ডসম, দুর্বৃত্তদের দমনে করে আমরা সেই মেরুদণ্ড সমুন্নত রাখার চেষ্টা করেছি। সরকার উন্নয়ন, সামাজিক বৈষম্য হ্রাস ও দুর্বল ও পিছিয়ে পড়াদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
তিনি আরো লিখেন, ‘উপজেলা প্রশাসন নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে, শিক্ষার মানোন্নয়নের উদ্ভাবনী নানা পরিকল্পনায়, শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগে, পিছিয়ে পড়াদের সরকারি সুবিধায় অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সেই সব সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনে ছিল সর্বোচ্চ সচেষ্ট। এই দুই বছরে সরকারি কর্মচারী হিসেবে আমার টিমের যা কিছু সাফল্য তার যোগ্য দাবিদার যারা আমাদের আমাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতা করেছেন ও আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে নিজেকে শামিল করেছেন। পেশাদারিত্ব ও জনকল্যাণের প্যাশনের সমন্বয়ে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছি আমরা। আমাদের চেষ্টা সফল না ব্যর্থ- সেই বিচারের ভার ব্রাহ্মণপাড়ার আপামর জনসাধারণের।’
‘ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনসাধারণ আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় ও সেটি করতে গিয়ে সকল চ্যালেঞ্জ মোকাবিলায় যে আকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা আমাদের জানিয়েছেন সেজন্য তাদের জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই তিনজন সম্মানিত জেলা প্রশাসক স্যারসহ অন্যান্য সকল সহকর্মী সরকারী কর্মচারীদের যাদের নির্দেশনা, পরামর্শ, সহযোগিতা পেয়েছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যানসহ সব জনপ্রতিনিধিদের যাদের অকুণ্ঠ সমর্থন পেয়েছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক সমাজ, সুশীল সমাজসহ ব্রাহ্মণপাড়ার আপামর জনসাধারণকে। আর আমাদের যা কিছু ব্যর্থতা- আইনের ব্যত্যয়, ন্যায়বিচারের ব্যত্যয়, নিরপেক্ষতার ব্যত্যয়, দক্ষতার ব্যত্যয়- তার সবকিছুর দায়ভার আমাদের। সেই ব্যর্থতা আপনারা নিজগুণে ক্ষমা করবেন।’
তারপর তিনি লিখেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন, আমি তোমাদের স্বাধীনতা দিয়েছি, এটি রক্ষা করার দায়িত্ব তোমাদের।’ ব্রাহ্মণপাড়ার মানুষ বিগত ২ বছরে প্রমাণ করেছে অন্যায়ের চেয়ে ন্যায়ের পক্ষের মানুষ শক্তিশালী ও প্রতিবাদী জনপদ হিসেবে তারা নিজেদের স্বাধীনতা রক্ষা করতে সক্ষম।
ভবিষ্যতের স্মার্ট ও ন্যায়ভিত্তিক ব্রাহ্মণপাড়া বিনির্মাণে আপনাদের জন্য রইল শুভকামনা। ব্রাহ্মণপাড়ার সবুজ গ্রাম ও সাদা মানুষদের প্রচণ্ড মিস করব।

আরো পড়ুন

ব্রাহ্মণপাড়ায় রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে ইউএনও!

রাতের আঁধারে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও মো. ছামিউল ইসলাম।  সোমবার ( ২৩ ডিসেম্বর )...

Read more
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃহস্পতিবার দিবগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ দশ লাখ...

Read more
ব্রাহ্মণপাড়ায় বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান। 

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারসহ মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  সোমবার ( ১৬ ডিসেম্বর ) সকালে...

Read more
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার এক মাস পর দেশে এল যুবকের মরদেহ:দাফন সম্পন্ন।

সৌদি আরবে শ্রমিক হিসেবে যাওয়ার আট মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো কুমিল্লার ব্রাহ্মণপাড়ার তরুণ মো. হৃদয় ইসলাম (২৬) এর...

Read more
ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত।

"দূর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top